ষ্টাফ রিপোর্টার
প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে বেড়েই চলেছে কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত দেশ থেকে আগত প্রবাসীর সংখ্যা। জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনের বাহিরে রয়েছেন ৩ হাজার প্রবাসী। তবে অন্যান্যরা বলছেন, করোনা ভাইরাস প্রভল আকার ধারন করার পর থেকে মৌলভীবাজারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রবাসী এসেছেন। যার সঠিক হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেই।
জেলা সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, এ পর্যন্ত বিভিন্ন দেশে অবস্থানরত মৌলভীবাজারের ৩ হাজার ৩’শ ৬০ জন প্রবাসী দেশে এসেছেন। এর মধ্যে ৪’শ প্রবাসীকে হোম কোয়ারেন্টেনে রাখা হয়েছে। এর মধ্যে সদরে ৩৪, কুলাউড়ায় ৬৯, জুড়ীতে ২৪, বড়লেখায় ৪৬, শ্রীমঙ্গলে ৯৩, কমলগঞ্জে ৮০ এবং রাজনগরের ৫৪ জন রয়েছেন। এর বাহিরের প্রবাসীদের হোম কোয়ারেন্টেনের আওতায় আনার জন্য কর্মীরা কাজ করছে। তবে নিজ উদ্যোগে না আসলে কে কোথায় আছেন বলা মুশকিল।
এদিকে করোনা ভাইরাসের মধ্যেও প্রবাসী ও দেশীরা বিয়ে ও কেনাকাটা নিয়ে অনেকটা ব্যস্থ সময় পার করছেন। ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসন একাধিক বিয়ে বন্ধ করেছেন এবং কয়েকটি কমিউনিটি সেন্টারের মালিককেও জরিমানা করা হয়েছে। কোনো কোনো জায়গায় বর ও কনে পক্ষ কেও জরিমানার আওতায় আনা হয়েছে। তবে জেলার অধিকাংশ মানুষই সরকারের নির্দেশনা মানছেননা। বিয়ে ও গণজামায়াতে কোনো অবস্থাতেই বন্ধ করতে পারছে না প্রশাসন। ক্ষমতাসীন দলের নেতারাও সরকারের নির্দেশনা মানছেন না। তারা গণজামায়াত করে শহরে লিফলেট বিতরণ করতে দেখা যায়। এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর অনেকেই নানা মন্তব্য করেন।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে জেলায় বিভিন্ন হাসপাতালে ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে।
Post Views:
0