স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় কৃষি প্রদর্শনী প্রাপ্ত কৃষকদের কাছ থেকে উৎকোচ আদায়ের ঘটনা ধামাচাপা দিতে উপজেলা কৃষি অফিসার নানা কৌশল অবলম্বন করেছেন। যুগান্তরে সংবাদ প্রকাশের পর ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করতে উঠেপড়ে লেগেছেন কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম।
একটি বিশ্বস্থ সূত্র জানায়, ১৬ মার্চ দৈনিক যুগান্তরে ১৬ নং পৃষ্ঠায় “কৃষকের প্রদর্শনীর টাকা প্রদানে ঘুষ” শিরোনামে সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিকভাবে তিনি ইউনিয়ন উপ-সহকারীদের নিয়ে সোমবার দুপুর ২টায় তার কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন। এসময় উপজেলা কৃষি অফিসার সাংবাদিক কিভাবে টাকা আদায়ের বিষয়টি জানলেন এনিয়ে উপ-সহকারীদের নানা প্রশ্ন করেন এবং খেপে যান। ক্ষোভে একাধিক উপ-সহকারী বলেন, টাকা নেয়ার বিষয়টি তো মিথ্যা নয়। তখন উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম বলেন, প্রত্যেক কৃষককে বলে দিতে হবে যাতে কোনো দপ্তর থেকে তদন্তে আসলে কৃষক সত্যতা স্বীকার না করে।
এবিষয়ে জানতে কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, বৈঠকে বসে বিভাগীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। এবিষয়ে কোনো আলাপ হয়নি।
ঘুষ গ্রহণের ঘটনা ধামাচাপা দিতে কৃষি অফিসারের ভিন্ন কৌশল!
