স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইন লঙ্গনের অপরাধে মৌলভীবাজারে তিন জনকে অর্থদ- দিয়েছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন।
তিনি জানান, শাস্তিপ্রাপ্তরা যাতা হয়রানির শিকার না হন তাই নাম ও পরিচয় আমরা গোপন রেখেছি। তিন জনকে ৫হাজার টাকা করে মোট ১৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বিষয়ে জেলা প্রশাসক নাজিয়া শিরিন নিশ্চিত করে বলেন, সরকার ঘোষিত কোয়ারান্টাইন লঙ্ঘনের অপরাধে ৩ জনকে অর্থদন্ড আরোপ করা হয়েছে। দয়া করে কেউ কোয়ারান্টাইন লঙ্ঘন করবেন না।
কোয়ারেন্টাইন লঙ্গন: মৌলভীবাজারে ৩ জনকে অর্থদন্ড
