স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে প্রিপেইড মিটার রিচার্জে বিভিন্ন ধাপে অতিরিক্ত ডিমান্ড চার্জ কেটে নেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। ক্ষোভে অনেক গ্রাহক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজার অফিসে নানা অভিযোগও দিচ্ছেন। কিন্তু স্থানীয়ভাবে তারা এর কোনো সমাধান পাচ্ছেন না। ইতিমধ্যে অনেক গ্রাহকরা রিচার্জ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১ হাজার টাকার রিচার্জে কারো কারো ডিমান্ড চার্চ কেটে নেয়া হচ্ছে ৭’শ ২০ টাকা। আবার কেউ ৫’শ টাকা রিচার্জ করে পাচ্ছেন মাত্র ৯৯ টাকা। এরকম অধিকাংশ গ্রাহকের মূল টাকার দুই তৃতীয়াংশ কিংবা তার চেয়ে বেশি টাকা কেটে নেয়া হচ্ছে।
জানা যায়, আবাসিক গ্রাহকদের প্রতি ওয়াডের ডিমান্ড চার্চ ছিল ২৫ টাকা। এখন এটা করা হয়েছে ৩০ টাকা। কমার্শিয়াল ৩০ টাকার জায়গায় করা হয়েছে ৬০ টাকা। হঠাৎ করে এতো টাকা বাড়ায় বিপাকে পড়েছেন শতশত গ্রাহকরা।
অনুসন্ধানে জানা যায়, মৌলভীবাজার পৌর শহরের ন্যাচারোপ্যাথি মেথড এর প্রশিক্ষণ ফিরোজ জামান গত ৪ মার্চ ১ হাজার টাকা রিচার্জ করলে দুই মাসের ডিমান্ড চার্জ বাবত কেটে নেয়া হয় ৭২০ টাকা। মার্চ মাস থেকে নতুন মূল্য কার্যকর হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারী মাসেও নতুন মূল্য হিসেবে কেটে নেয়া হয়েছে। ১ মার্চ রাজনগর উপজেলার অপর গ্রাহক ৫’শ টাকা রিচার্জ করলে সকল চার্জ শেষে থাকে দেয়া হয় মাত্র ৯৯ টাকা। এভাবে জেলায় শত শত গ্রাহক প্রিপেইড মিটার রিচার্জ নিয়ে চরম বিড়ম্ভনায় রয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাবিবুল বাশার বলেন, এরকম অনেক অভিযোগ আসছে। কিন্তু আমাদের কিছু করার নেই। এটা টাকা থেকে নির্ধারণ করা হয়েছে এবং সেখান থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। গ্রাহকরা ভুল বুঝে আমাদেরকে গালিগালাজ করছে।
অতিরিক্ত ডিমান্ড চার্জ কেটে নেয়ায় মৌলভীবাজারে ক্ষোভ
