ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার আলিকেনিবুদা গ্রামে অগ্নিকান্ডে একটি বাড়ি পুড়ো ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সোমবার রাত টার দিকে মৃত সালামত মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস যৌথভাবে চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরে কোনো পুরুষ লোক না থাকায় পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী ঘরে রাত্রি যাপনের জন্য যান। হঠাৎ করে পরিবারের সদস্যরা শুনতে পান তাদের ঘরে আগুন লেগেছে। এসময় এলাকার লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের মালিক মৃত সালামত মিয়া’র ছেলে এমরাজ মিয়া প্রবাসে থাকেন।
তবে কোথায় থেকে আগুণের সূত্রপাত ঘটেছে ফায়ার সার্ভিস কিংবা পরিবারের সদস্যরা কেউ এখন পর্যন্ত বলতে পারছে না।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জালাল আহমেদ ঘটনার সতত্যতা স্বীকার করে বলেন, এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
Post Views:
0