ষ্টাফ রিপোর্টারঃ
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের উদ্যোগে রোববার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের কার্যালয়ে এক মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্ঠা আমেরিকা প্রবাসী আব্দুল মছব্বির এর সভাপতিত্বে ও তাজুল ইসলাম চৌধুরী’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ ও ডিস্ট্রিক সোসাইটি ইন্ক এর প্রেসিডেন্ট আমেরিকা প্রবাসী সোহান আহমদ (টুটুল), পৌর মেয়র ফজলুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ সামছু তালুকদার, আমেরিকা প্রবাসী এনামুল হক (জমসেদ), জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, এম মুহিবুর রহমান মুহিব, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সংগঠনের যুগ্ন আহ্বায়ক মশাহিদ আলী, সুফিয়ান আহমদ, বিকাশ সর্বাদিকারী, হেল্প ডেক্স প্রধান বেলাল তালুকদার, এম এ সামাদ ও চৌধুরী মোহাম্মদ মেরাজ প্রমুখ।
এসময় সংগঠনের সদস্য ও আমেরিকা প্রবাসীদের সংবর্ধনা দেয়া হয়।
মৌলভীবাজারে প্রবাসীদের সংবর্ধনা
