ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের ধাক্কায় নিহত ছাত্রদলের চার নেতার কবর জিয়ারতে যাওয়া পথে কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে পুলিশের বাধা এবং ফেরার পথে ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বুধবার বিকালে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
শহরের শমসেরনগর রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এম সাইফুর রহমান রোডের জুলিয়া শপিং সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি রুবেল মিয়া ও যুগ্ন সম্পাদক শাহ আলম প্রমুখ।
মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
