ষ্টাফ রিপোর্টারঃ
সিলেটের ঐতিহ্যবাহী কোচিং সেন্টার নিউক্লিয়াসের মৌলভীবাজার শাখার উদ্যোগে এস.এস.সি চূড়ান্ত মডেল টেস্টের ফলাফল প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ২:৩০ মিনিটে ইম্পেরিয়াল কলেজ হলরুমে কোচিং সেন্টারের পরিচালক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি পরিচালক মোঃ আল-আমিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শেখ আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউক্লিয়াস কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাঈম উদ্দীন চৌধুরী, সাবেক পরিচালক জিল্লুর রহমান, সিনিয়র শিক্ষক ছায়েদ আলী, রেজাউল ইসলাম রাজা, রইচ উদ্দীন, তোফায়েল আহমেদ, জায়েদ আহমদ ও সালমান শাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে সাপ্তাহিক মডেল টেস্ট ও চূড়ান্ত মডেল টেস্টের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।
Post Views:
0