স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের থানাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামি একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক মহিলা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এঘটনাটি ঘটে।
ঘটনাস্থল থেকে মহিলার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক চালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত হোছনা বেগম (৪০) গয়গড় এলাকার মৃত খুরশেদ উল্যার মেয়ে। তিনি স্বামীর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে বাবার বাড়ির কাছে একটি ওয়াজ মাহফিলে যোগদান করতে এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর।
মৌলভীবাজারে ট্রাক চাপায় মহিলা নিহত
