ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে জেএসসি ও জেডিসি পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কিশোরকন্ঠ পাঠক ফোরাম শহর শাখা।
শুক্রবার সকালে স্থানীয় কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। কিশোরকন্ঠ পাঠক ফোরাম শহর শাখার প্রধান উপদেষ্ঠা মিছবাহ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকন্ঠের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সেল কলেজের প্রভাষক রেজাউল করিম ও ইম্পিরিয়েল কলেজের প্রভাষক হাফেজ তাজুল ইসলাম। এছাড়াও আব্দুস সামাদ চৌধুরী, এমদাদ হোসেনসহ কিশোরকন্ঠের বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে জেএসসি ও জেডিসিতে এপ্লাস প্রাপ্তদের সংবর্ধনা
