কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাংলাটিলা দাখিল মাদ্রাসার নব নির্মিত “মোঃ আহসান উল্লাহ ও ড. সিকন্দর আলী” দ্বিতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালানা কমিটির সভাপতি সৈয়দ মোঃ আব্দুস শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মাসুদ আহমদ, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী, আল-ইসলাহ নেতা আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সামছুল ইসলাম, আমেরিকা প্রবাসী জমসেদ হোসাইন, রবিরবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, হিংঙ্গাজিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, গনকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আয়ূব আনছারী, উত্তর বিজলী শাহজালাল মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ মশাহিত আলী, টিলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও ইউপি সদস্য দেওয়ান আলী প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় এলাকার বিভিন্ন স্থরের লোক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ আমেরিকা প্রবাসী জমসেদ হোসাইন সহ অতিথিদের সংবর্ধনা দেন।
কুলাউড়ায় ভবনের উদ্বোধন ও আলোচনা সভা
