স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার বলিয়ারবাগ এলাকায় মনুনদী তীরে ফাটল দেয়ায় ঝ্ুঁকির মধ্যে রয়েছে ৩৫টি পরিবার। একটি প্রভাবশালী চক্র মনুনদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের কারণে এমনটি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বলার পরেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। যার ফলে ক্রমান্বয়ে ওই এলাকায় ঝুঁকির মাত্রা বাড়ছে। যে কোনো সময় ঘর বাড়ি, ধর্মী প্রতিষ্ঠান ও রাস্তা সহ অন্যান্য স্থাপনা নদী গর্ভে বিলিন হওয়ার আশষ্কা করছেন স্থানীয়রা। এ চিন্তায় নির্ঘুম রাত কাটছে ৩৫টি পরিবারে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বলিয়ার ভাগ এলাকায় মনুনদী তীরে বলিয়ার এলাকার অবস্থান। নদী প্রতিরক্ষা বাঁধের ভীতরেই ওই এলাকার লোক দীর্ঘ দিন যাবত বসবাস করছেন। সম্প্রতি মনুনদী থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধ বালু উত্তোলনের কারনে ভাঙ্গন দেখা দিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ২টা বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে। বর্তমানে প্রায় ৫০০ ফুট লম্বা একটা ফাটল দেখা গিয়েছে। এই ফাটলের মধ্যে হাফিজি মাদ্রাসা ও বলিয়ারভাগ শাহী ঈদগাহ মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে। একাধিক বাড়ি ঘর ইতি মধ্যে হেলে পড়েছে।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নরেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, “যে জায়গায় ফাটল দেখা দিয়েছে, এখানে বাড়ি থাকারই কথা নয়। তারপরেও কিছু লোক ঘর তৈরি করে আছে। আশাকরি এ ফাটলের কারণে বড় ধরনের ক্ষতি হবে না। তবে এগুলো মেরামতের পরিকল্পনা আছে।
মৌলভীবাজারে মনুনদী তীরে ঝুঁকিতে ৩৫টি পরিবার
