স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের সেই আলোচিত ভাড়িঘর ভাংচুর ও লুটপাট মামলার দায়িত্বরত আইজীবী সহকারির উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে বুধবার রাতে মৌলভীবাজার আইনজীবী সমিতির সহকারি সাকিবুর রহমান মিরাজের উপর এ হামলা হয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে কাগাবলা ইউনিয়নে একটি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সেলোয়ারা বেগম বাদী হয়ে ৬১ লক্ষ টাকা ক্ষতি পূরণের জন্য ৩৬জন আসামীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে বিগত ১৮ সালের ১০ জানুয়ারি তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দ্রুত বিচার আদালতে পিটিশন মামলা নং ০১/১৮ দায়ের করেন। এই মামলার বাদীপক্ষের আইনজীবী বিল্লাল হোসেন। তার সহকারি সাকিবুর রহমান মেরাজ শিমুলিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে একদল সন্ত্রাসীরা হামলা চালায়। সু-পরিকল্পিতভাবে বিবাদি পক্ষের লোকজন এই হামলা চালিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
আইনজীবি বিল্লাল হোসেন ও ইমরান মিয়া লঙ্কর জানান, এটা খুবই দু:খ জনক ঘটনা। আমরা জেলা আইজীবি সমিতি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ৯ সেপ্টেম্বররের গাছ কাটাকে কেন্দ্র করে কাগাবলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে একজন নিহত হন। এঘটনায় ঘটনায় বাদী পক্ষের পুরুষদের হত্যা মামলার আসামী করা হলে পুরুষশন্য হয়ে পড়ে বাদীপক্ষের বাড়ীর লোকজন। এই সুযোগে আসামী পক্ষের লোকজন ইউ.পি সদস্যর নেতৃত্বে দুই দফায় বাদীপক্ষের ০৫টি বাড়ীর ৩৫ টি ঘর ও আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক লুটপাট সংঘটিত করে। এটি মৌলভীবাজার জেলায় আলোচিত ঘটনায় রূপ নেয়।