ষ্টাফ রিপোর্টারঃ
জেডিসি ও এবতেদায়ী পরীক্ষায় জেলার মধ্যে টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ট হয়েছে মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা। মাদ্রাসাটিতে এবার জেডিসিতে ও এবতেদায়ীতে শতভাগ শিক্ষার্থী উত্তির্ণ হয়েছেন। জেডিসিতে ৫৫ জন এবং এবতেদায়ীতে ২০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
মাদ্রাসা অফিস সূত্রে জানা যায়, মাদরাসাটি ২০০৬ সালে মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডস্থ পুলিশ লাইন এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন করে আসছে। এবছর জেডিসিতে জেলায় মাদ্রাসা লেভেলে কেবল মাত্র জামেয়ার ৪জন শিক্ষার্থীই জিপি ৫ পায়। মৌলভীবাজার জেলার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান এ বছর এপ্লাস পায়নি।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল হক বলেন, “এবছর মেধা স্থানের দিক থেকে মাদ্রাসা পর্যায়ে জেলায় জামেয়ার অবস্থান শীর্ষে উন্নিত হওয়ায় আমরা মহান রাব্বুল আলামীনের শুকুরিয়া আদায় করছি। সাথে সাথে সম্মানিত শিক্ষক, অভিভাবক, সুধীমহল ও ম্যানেজিং কমিটির সদস্যদের সার্বিক প্রচেষ্টা, সহযোগীতা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি”।
কার মাছ লুট
Post Views:
0