আশরাফুল ইসলামঃ
বাংলাদেশ মণিপুরী মুসলিম(পাঙাল) স্টুডেন্টস এসোসিয়েশন অব মৌলভীবাজার বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। সরকারি কলেজ ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত র্যালি করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকা সংগঠনের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি সমূহ পালন করে সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আমির আলী, কোষাধ্যক্ষ সালমা, দপ্তর সম্পাদক রোজিনা, সদস্য সচিব সোনিয়া রহমান, সহ সদস্য সচিব আব্দুল বাকি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুন্নাহার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা ইয়াসমিন সহ সংগঠনের সদস্য ইমরান, আকরাম, রিনা, শামীমা, ফারজানা, ফারহানা ও অন্যান্য।
উক্ত অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে বিজয়ের আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানান।
মৌলভীবাজারে অধ্যয়নরত মণিপুরী মুসলিম(পাঙাল) শিক্ষার্থীরা সকল ধরনের জাতীয় দিবসগুলো পালন করার মধ্যে দিয়ে নিজেদেরকে দেশমাতৃকার তরে নিয়োজিত রাখতে পারে এই বিষয়ে আলোকপাত করা হয়।
মণিপুরী মুসলিম স্টুডেন্টস এসোসিয়েশন অব মৌলভীবাজারের বিজয় দিবস পালিত
