ষ্টাফ রিপোর্টারঃ
সরকারি নির্ধারিত সফর সূচির আলোকে রোববার দুপুরে মৌলভীবাজারে প্রধান ডাকঘর পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব মোঃ মুহিবুর রহমান। এসময় তিনি ডাক অফিসের কর্মকর্তা কর্মচারি ও গ্রাহকদের সাথে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেনারেল পোস্টমাস্টার তন্ময় দে চৌধুরী, পোস্ট অফিস পদির্শক সূর্য্য লাল দাস, ডাক জীবন বীমা পরিদর্শক পংকজ চক্রবর্তী, সহকারী পরিদর্শক মোঃ ফজলুর রহমান, বিকাশ চন্দ্র দাস, সৈয়দ একলাস আলী ও ধরণী কান্ত রায় প্রমুখ।
মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রধান ডাকঘরের বিভিন্ন সমস্যার কথা পর্যালোচনা করা হয় এবং ইহা সমাধানে কার্যকর সিদ্ধান্ত নেয়া হয়।