ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। গত ৩০ নভেম্বর মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে প্রবীনাঙ্গন উদ্বোন কালে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ, জেলা আওয়ীমীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এদিকে প্রবীণ হিতৈষী সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পদক আজির উদ্দিন আহমদ চৌধুরী, কাউন্সিলর মনবির রায় মঞ্জু, এখলাছুর রহমান, সদস্য অপূর্ব কান্তি ধর, সুব্রত সেন, দেব ব্রত সিংহ চৌধুরী, ডাঃ গোপেশ চন্দ্র দাস, গোলাম রাব্বানী, আজিদ উল্লাহ ও এডভোকেট সুধাময় রায় প্রমুখ।
মৌলভীবাজারে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রবীণ হিতৈষী সংঘ
