স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে সোমবার দুপুরে মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের সমশেরনগর রোড থেকে বের হয়ে এম সাইফুর রহমান রোডে এসে পুলিশি বাধার মুখে শেষ হয়।
স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু’র পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাম্মির হাবিব চৌধুরী রবিন, আহমেদ আহাদ, আবু বকর, আব্দুল হান্নান, শিহাব বকত, শেখ সামাদ আহমেদ, শেখ মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুল কায়ুম, মনসুর আহমদ ও রুমান আহমদ প্রমুখ।
খালেদার মুক্তির দাবিতে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
