স্টাফ রিপোর্টারঃ রাতের ঘনায়মান কুয়াশার উপর ভর করে মৌলভীবাজার জেলায় চোরাই চক্র বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরিতে তৎপর হয়ে উঠেছে। এমতাবস্থায় বিদ্যুৎ গ্রাহকরা আতঙ্কিত হয়ে উঠেছেন। শীত বাড়ার সাথে সাথে জেলা ব্যাপি চুরির মাত্রাও বাড়ছে।
জানা গেছে, গত ২৮ নভেম্বর রাতে সদর উপজেলার একাটুনা ইউনিনের উলুয়াইল গ্রাম থেকে ৩৭ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফর্মার চুরি হয়। এ ঘটনার দু’দিনপর ৩০ নভেম্বর রাতে একই গ্রামের অপর মহল্লায় স্থাপিত ২২ কেভি ক্ষমতাসম্পন্ন আরেকটি ট্রান্সফর্মার চুরিরর জন্য খাম্বা বেয়ে উপরে উঠলে নিকটবর্তী বাড়ির লোকজন জেগে উঠে। এমতাবস্থায় দক্ষ চোর দ্রুত নেমে সহযোগীসহ পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, ২৮ নভেম্বর রাত ৩টায় গ্রামের ফীডার লাইন অকেজো করে প্রথম ট্রান্সফর্মাটি চুরি করা হয়। দ্বিতীয় পর্যায়ে অপর ট্রান্সফর্মারটি চুরির উদ্দেশ্যে খাম্বা বেয়ে উপরে উঠে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার পর গ্রামবাসী জেগে উঠায় চুরির চেষ্ঠা ব্যর্থ হয়।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার রাজনগর ও কুলাউড়া উপজেলায়ও ট্রান্সফর্মার চুরি হচ্ছে।
মৌলভীবাজার সদর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শীত মৌসুম আসলেই ঘন কুয়াশার সুযোগে চুরাই চক্র তৎপর হয়ে উঠে। এজন্য তিনি গ্রাহক নজরদারির উপর গুরুত্বারূপ করেন।
তবে ট্রান্সফর্মার চুরির ক্ষেত্রে পল্লী বিদ্যুতের জগৎপুর উপ কেন্দ্র এবং সদর অফিসের ৫/৬ জন্য লাইনম্যানের প্রতি সন্দেহ আরোপ করছেন গ্রাহকরা। তাদের নিয়োজিত গ্রামীণ সোর্সের যোগসাজসে ট্রান্সফর্মার চুরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
মৌলভীবাজারে কুয়াশার আবরণে ট্রান্সফর্মার চুরি
