স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে নির্মাণাধিন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অষ্টম তলাতে সিরামিকের ইট তোলার সময় মাছা ভেঁঙ্গে ফারুক আহমদ নামের এক নির্মাণ শ্রমিক গুরুত্ব আহত হয়েছে। সোমবার বিকালে এই ঘটনা ঘটে। আহত ফারুক আহমদ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
নির্মাণ শ্রমিক সূত্রে জানা যায়, মাছা দিয়ে নিচ থেকে অষ্টম তলায় সিরামিকের ইট তোলছিল আহত ফারুক ও তার সহপাঠি সাজু। এসময় মধ্যখানে হঠাৎ মাছা ভেঁঙ্গে পড়লে ফারুক নিচে মাটিতে পড়ে যায় এবং তার সাথে থাকা সাজু রশিতে ধরে উপরে উঠে রক্ষা পায়। তখন মাছাতে থাকা ইটও ফারুকের উপরে পড়ে। তাৎক্ষণিকভাবে সহপাঠিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা বলছেন ফারুক মাথায় ও পায়ে গুরুত্বর আঘাত পেয়েছে। তবে সে আশংকা মুক্ত।
ঠিকাদারী প্রতিষ্ঠান ডালি কনস্ট্রাকশন এর হুমায়ূন আহমদ বলেন, “ সব ধরনের পরীক্ষা নিরিক্ষা করানো হয়েছে। আহত শ্রমিক ফারুক আহমদ বর্তমানে আশংকা মুক্ত এবং আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
তবে স্থানীয়রা বলেছেন নির্মাণ শ্রমিকদের সেফটি না থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।
Post Views:
0