স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ২০২০ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অনেক প্রতিষ্ঠান বিশেষ ক্লাসের অযুহাতে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে দিগুণ টাকা আদায় করছে। বিদ্যালয়ের নির্ধারিত টাকা পরিশোধ করতে না পারায় জেলার অনেক শিক্ষার্থীরা এখনও ফরম পূরণ করতে পারছে না। অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয় প্রধানরা বোর্ড নির্ধারিত কোনো নিয়মই মানতে নারাজ। তারা নিজেদের সুবিধা মতো টাকা আদায় করছেন। অনেক বিদ্যালয় আবার শিক্ষার্থীদের রশিদও দিচ্ছে না।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসির ফরম পূরণে বিজ্ঞান বিভাগে বোর্ড ফি এক হাজার ৫০৫ ও কেন্দ্র ফি ৪৬৫ টাকা অর্থাৎ মোট এক হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে মোট এক হাজার ৮৫০ এবং মানবিক বিভাগে এক হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার রাজনগর উপজেলার শান্তকুল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৬’শ, মানবিক বিভাগে ২ হাজার ৫’শ, কুলাউড়া উপজেলার দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে সকল বিভাগে ৩ হাজার ১’শ, বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ব্যবসা শাখায় ২ হাজার ৭’শ ৭০ এবং বিজ্ঞান শাখায় ২ হাজার ৮’শ ৬০, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এ টি এম বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ৩’শ ৫০ টাকা ও সদর উপজেলার এম ঈসরাইল আলী উচ্চ বিদ্যালয়েও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।
এবিষয়ে জানতে কুলাউড়া উপজেলার দিলদালপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুপিয়া বেগম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফরম পূরণ বাবত কত টাকা আদায় করছেন বলতে নারাজ। এটাতো গোপনীয় কোনো বিষয় নয়, তাহলে আপনি বলছেন না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সাংবাদিকদের কাছে বলতে বাধ্য নয়”। স্থানীয় একজন অভিভাবক নাম গোপন রাখার শর্তে বলেন, কোনো রশিদ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ১’শ টাকা আদায় করা হচ্ছে। কি কারণে এতো টাকা নেয়া হচ্ছে সেটাও অভিভাবকদের বলা হয়নি।
রাজনগর উপজেলার শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল বলেন, “আমরা বিশেষ ক্লাস বাবত ৬’শ টাকা নিচ্ছি”। কিন্তু একজন অভিভাবক নাম গোপন রাখার শর্তে বলেন, বোর্ডে নির্ধারিত তারিখ শেষ হয়েছে কিন্তু এখনও ৩জন শিক্ষার্থী টাকার অভাবে ফরম পূরণ করতে পারেনি।
এবিষয়ে জানতে একাধিকবার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
মৌলভীবাজারে এসএসসি’র ফরমে অতিরিক্ত টাকা আদায়
