স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় হল রুমে সমাপনী পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল মো: ইয়ামীর আলীর সভাপতিত্বে ও শিক্ষক মো: আব্দুল হক ও ইনামূল হক ইমন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো: মাহবুবুর রহমান উসমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসিক সুরজাহান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শাহ মোহাম্মদ মাসুক ও সাংবাদিক সৈয়দ মো: রুহুল আমিন। এছাড়াও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো: আলা উদ্দিন শাহ্, জয়নাল আবেদীন খান, সৈয়দ মনসুর আলম চৌধুরী, ও রাশিদা আহমেদ আখন্দ। শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃতি ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাদিয়া মুনতাহা খান, কানিজ তায়্যিবা আলম চৌধুরী, মাহদিয়া মুনতাহা খান, সানিয়া আক্তার মুন্নি, রাইসা তাবাসসুম ইফতি, আহসান ইব্রাহিম জিদান ও নাছিম আহমদ নাছিম।
প্রধান অতিথি বলেন- নতুন প্রজন্মকে উন্নত চিন্তা ধারায় গড়ে তুলতে হলে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। শাহ মোস্তফা একাডেমী কোমলমতি শিক্ষার্থীদের চরিত্রবান হিসেবে গড়ে তোলার এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। অতিথিরা ক্লাস টেষ্ট পরীক্ষায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান প্রাপ্তদের ৩১ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন।
মৌলভীবাজার শাহ মোস্তফা একাডেমীর উদ্যোগে পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান
