স্টাফ রিপোর্টারঃ ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে দুই দিনব্যাপি শিক্ষা মেলা সমাপ্ত হয়েছে। মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এ মেলার আয়োজন করে। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে রোববার দুপুরে পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্ত হয়।
দুই দিনব্যাপি শিক্ষা মেলার মধ্যে ছিল কুইজ, আবৃত্তি, হাতের কাজ, শিশুদের আইসিটি, চিত্রাংকন, কিরাত্ব ও এসো নবীর গল্প বলি প্রতিযোগীতা।
প্রিন্সিপাল মোঃ মুফিদুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক জুনেদ আহমদ ফাহিম এর পরিচালনায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রিজাউল ইসলাম, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী ও সিলেট আল-আমীন জামেয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থসহ পুরুস্কার বিতরণ করেন। এর আগে শুক্রবার বিদ্যালয়ের ‘খুদে বিজ্ঞানীরা’ তাদের নিজেদের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। অতিথিরা এই প্রজেক্টগুলো দেখে মুগ্ধ হন। ভবিষ্যতের ‘বড় বিজ্ঞানীদের’ এমন মেধার তারিফ করলেন তারা।
বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থসহ পুরুষ্কার বিতরণ
