স্টাফ রিপোর্টারঃ ভোলায় তাওহিদী জনতার উপর নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজার উলামা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও: আহমেদ বিলাল পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল বারী ধর্মপুরী, বরুনা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই, দারুল উলুম টাইটেল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুফতি শামছুজ্জোহা, রাধানগর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনি, লন্ডন প্রবাসী মাওলানা নুরে আলম হামিদী, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মুফতি হাবিবুর রহমান ও মাওলানা সৈয়দ সাইফুর রহমান প্রমুখ। সমাবেশে জেলা সদরের বিভিন্ন কওমী মাদ্রসার হাজারো শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে কুসুমবাগ পয়েন্টে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
Post Views:
0