স্টাফ রিপোর্টারঃ উপজেলা দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার বিকালে চৌমুহনা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সভাপতি তজমুল হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক তালুকদার এর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মাহবুবুল আলম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল রহমান মাহমুদ, কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ দুরুদ আলী, জাতীয় যুব সংহতি জেলা সভাপতি বেলায়েত আলী খান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি বদরুল হাসান জোসেফ, উলামা পার্টির সভাপতি মির্জা আবু মুহাম্মদ বেগ, জাপা নেতা এডভোকেট জুনেদ আলী ও শামীম আহমদ প্রমুখ।
মৌলভীবাজারে উপজেলা দিবসে জাতীয় পার্টির পথসভা
