স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও সুনামগঞ্জের দ্বায়িত্ব প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হেলু মিয়া, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনরি যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান ও জেলা বিএনপির প্রচার সম্পাদক মো: ইদ্রিস আলী প্রমুখ।
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা সভা
