স্টাফ রিপোর্টারঃ জমে উঠেছে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। আগামী ২৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে জেলা জুড়ে চলছে জমজমাট প্রচার প্রচারণা। ব্যানার পোষ্টারে চেয়ে গেছে জেলা ও উপজেলার বিভিন স্ট্যান্ড। চলছে মাইকিং। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোটের সময় ঘনিয়ে আসায় এখন প্রার্থীদের প্রচার প্রচারণায় রাত দিন একাকার। বিভিন্ন স্ট্যান্ডের কার্যালয়গুলোতে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী নিয়ে চালাচ্ছেন সরগরম আলোচনা। আর গানে গানে চলছে ব্যাপক প্রচারণা।
জানা যায়, নির্বাচনে দশটি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২৬ প্রার্থী। প্রায় ৬হাজার পরিবহন শ্রমিক ভোট প্রদান করে তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। কার্যকরি কমিটির ১৯ পদের মধ্যে ১০টি পদে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে ৯টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন বৃহৎ এই শ্রমিক সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সঞ্জিত কুমার দেব। তিনি বলন, জেলায় মোট ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। সদর উপজেলার টাউন কামিল মাদ্রাসা কেন্দ্রের মোট ভোটার ২হাজার ৩শত জন। শ্রীমঙ্গল উপজেলা মিলনায়তন কেন্দ্রের মোট ভোটার ১হাজার ৫শত ৫০জন। কুলাউড়া মোস্তফা সেন্টারের ভোটার ১হাজার ২শত জন। বড়লেখার ইউনিয়ন পরিষদ কেন্দ্রর ভোটার সংখ্যা ৫শত ৫০জন।
Post Views:
0