স্টাফ রিপোর্টারঃ ক্যাসিনো সম্রাট রাজধানীর মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শোন এরেষ্ট করছে মৌলভীবাজার আদালত। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোঃ সালেহ্ আহমদ এর আদালতে মিজানকে হাজির করা হয়। পরে ওই মামলায় আইনজীবিরা গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস এম আজাদুর রহমান আজাদ জানান, বুধবার শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনের মামলায় রিমান্ডের জন্য আবেদন করা হতে পারে। ১২ অক্টোবর শনিবার সকালে র্যাবের ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন (মামলা নং ১৫)।
উল্লেখ্য শুক্রবার ১১ অক্টোবর সকালে র্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে তাকে আটক করে। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। হাবিবুর রহমান মিজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
Post Views:
0