স্টাফ রিপোর্টারঃ “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়”এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজারের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
গতকাল (২২ অক্টোবর) মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহম্মেদ ও বিআরটিএ এর সহকারি পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আনোয়ারুল হক, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সিভিল সার্জন ডা: শাহজাহান কবির চৌধুরী প্রমুখ।
র্যালীতে বিভিন্ন স্কুল কলেজ, স্কাউট গার্ল গাইডস ও সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।