স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার শহরে চাঁদা আদায়ের চেষ্টার সময় ভূয়া ডিবি পুলিশ পরিচয়দারীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার বিকেলে শহরের পশ্চিমবাজার এলাকা থেকে শাওন রায় কানু (৪৫) নামের ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত শাওন শ্রীমঙ্গল উপজেলার পাতিরবাংলা এলাকার বিমল রায়ের ছেলে।
পুলিশ জানায়, শহরের আলামিন জেনারেল ষ্টোর এর স্বত্বাধীকারি মোশারফ হোসেনের কাছে ডিবি পরিচয় দেন আটকৃত ব্যক্তি শাওন। দোকানে পলিথিনের ব্যবসা করেন এমন অভিযোগ দিয়ে টাকা দাবী করে সে। তার চাল-চলনে সন্দেহ হয় দোকানের মালিকের। একপর্যায়ে পরিচয় সনাক্তের জন্য জিজ্ঞাসাবাদ করে পুলিশকে খবর দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি বিনয় ভূষন রায় বলেন, “ভূয়া ডিবি পুলিশ সেজে দোকান থেকে টাকা আদায় করতে চেয়েছিল শাওন রায়। পরে দোকানের মালিক পুলিশকে খবর দেন। আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে”।
মৌলভীবাজারে চাঁদাবাজির চেষ্টায় “ভূয়া ডিবি পুলিশ” আটক
