স্টাফ রিপোর্টারঃ রূপালী ব্যাংক মৌলভীবাজারের রাজনগর উপজেলার নলুয়ারমুখ (কালার বাজার) শাখার উদ্যোগে সোমবার দুপুরে প্রকাশ্যে কৃষি ও পলী ঋণ বিতরণ করা হয়।
শাখা ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কার্যালয়ের এসপিও মোজাদ্দিদ আহমদ চৌধুরী’র পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: জাহাঙ্গীর রহমান আকন্দ, মৌলভীবাজার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ ফজলুল হক, সিলেট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ নোমান মিয়া, বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক সুভ্রত সেনাপতি, উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান, কালার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক কবির মিয়া, ব্যবসায়ী আব্দুল মনাফ ও শিব্বির আহমদ প্রমুখ।
রাজনগরে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পলী ঋণ বিতরণ
