স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা প্রশাসন, কৃষিসম্প্রসারন অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর মৌলভীবাজার এর যৌথ আয়োজনে বুধবার বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী’র সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা মৎস্য কর্মকর্তা মো: এমদাদুল হক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব চন্দ্র দাস প্রমুখ।