স্টাফ রিপোর্টারঃ আবরার ফাহাদ এবং সুনামগঞ্জের কিশোর তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সচেতন উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামেয়া রাহমানিয়া মৌলভীবাজারে’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা জামিল আহমদ আনসারী সভাপতিত্বে মাওঃ আলতাফুর রহমান ও মাওলানা আরিফ আহমদ চৌধুরী’র যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার দারুল উলূম মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মঈনুল হক চৌধুরী, রাহমানিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতী রুহুল আমীন, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদী, মাওলানা সাইদুর রহমান সোনাপুরী, মাওলানা হারুনুর রশীদ ও মাওলানা তাজাম্মুল হক প্রমূখ।
মৌলভীবাজারে আবরার ও তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
