কলেজ প্রতিনিধি : ছাত্র রাজনীতি বন্ধের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও হলে হলে টর্চার সেল বন্ধ, ক্যাম্পাসে সন্ত্রাসী দখলদারিত্বের অপরাজনীতি নিষিদ্ধের দাবীতে আজ সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি কলেজ প্রগতিশীল ছাত্রজোট শাখার ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি বিশ্বজিত নন্দীর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের সভাপতি তপন দেবনাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্রজোট জেলা শাখার নেতা ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ছাত্রনেতা সুবিনয় রায় শুভ, ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ছাত্রনেতা রেহনোমা রুবাইয়াত, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের নেতা আব্দুর রাইহান শিপু, ছাত্রফ্রন্ট কলেজ শাখার দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর সহ প্রমুখ।
ছাত্র রাজনীতি বন্ধের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্র সমাবেশ ও মিছিল
