ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদের সদস্য, মহেশ্বরী পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টাণ ঐক্যপরিষদ এর মৌলভীবাজার জেলা কমিটির সদস্য, ব্যবসায়ী ও জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্জয় ভট্টচার্য্য এর উপর অতর্কিত হামলা করেছে মৌলবাদীরা। ২ অক্টোবর কাশীনাথ রোডে এই ঘটনা ঘটে। এঘটনায় আহত সঞ্জয় ভট্টচার্য্য এর বড় ভাই মৌলভীবাজার মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে।
আহত সঞ্জয় ভট্টচার্য্য এর পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাত অনুমানিক ৯ ঘটিকার সময় রাতে দূর্গা পূজা প্রচার কাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে ৫টি মোটরসাইকেল সঞ্জয় ভট্টচার্য্য এর গতি রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হমলা চালায়। তাদের হমালায় সঞ্জয় ভট্টচার্য্য মাথায় ও হাতে গুরুত্বর আঘাত পান। এসময় ব্যবসায়ী সঞ্জয় ভট্টচার্য্য অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে মৌলভীবাদীরা ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।
অনুসন্ধানে জানা যায়, মৌলভীবাদী জামায়াত নেতা মুর্শেদ আহমদ চৌধুরীর নেতৃত্বে হামলা করা হয়। সঞ্জয় ভট্টচার্য্য’কে প্রাণে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছিল।
এবিষয়ে মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, আমরাও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।
Post Views:
0