স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজের মুন হলে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম আহমদ মাসুদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মলিকা দে, বিসিক শিল্পনগরী উপ-ব্যবস্থাপক মোঃ মাহবুবুল রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ারুল হক, নাসিব সভাপতি বকশী ইকবাল আহমদ ও প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব প্রমুখ।
মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
