স্টাফ রিপোর্টার: মাদকাসক্ত, কিশোর অপরাধ, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও মতবিনিময় সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও মানিক লাল দাস এর যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জরিফ মিয়া, দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি এরশাদ মিয়া, মাওলানা শেখ মোঃ জাকারিয়া, মিনাল কান্তি দে, বিদ্যালয়ের শিক্ষক শিল্পি রাণী ধর, স্বপ্ন সীল, মাওলানা ময়নুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য আব্দুস ছত্তার আখঞ্জি ও সাবেক ইউপি সদস্য শেখ মাহমুদ মিয়া প্রমুখ।
ছাড়াও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকারগন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে আলোচনা সভা ও মতবিনিময়
