স্টাফ রিপোর্টার: ভোক্তায় অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বেঙ্গল ফুড ও শ্রীমঙ্গল উপজেলার ওয়ান সুরুচি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। সোমবার ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ে অভিযোগের নিষ্পত্তি করেন জেলা সহকারী পরিচালক মো. আল-আমিন।
ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আজিজুল হক ও পংকজ কুমার নাগ নামের দুজন ভোক্তা কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বেঙ্গল ফুড ও শ্রীমঙ্গল উপজেলার ওয়ান সুরুচি বেকারির উপর লিখিত অভিযোগ করেন। অভিযোগ প্রমানিত হওয়ায় বেঙ্গল ফুড কর্তৃপক্ষকে ৬ হাজার ও শ্রীমঙ্গলের ওয়ান সুরুচি বেকারিকে ৮ হাজার টাাকা জরিমানা করে তা আদায় করেন।
Post Views:
0