স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজরের রাজনগরে কীটনাশক পান করে রায়না আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কামারচাক ইউনিয়নের তেঘরি গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের তেঘরি গ্রামের আব্দুর রবের মেয়ে রায়না আক্তার (১৮) রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে। এসময় পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। কীটনাশক পানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা রায়নাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করা হয়। পরে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় রাজনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ নিয়ে যেতে মেয়েটির পরিবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে অনুমতি নিয়েছে। কারো বিরোদ্ধে তারা অভিযোগ করেনি। তাই মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। তবে এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Post Views:
0