স্টাফ রিপোর্টারঃ মাঠে গড়ালো মৌলভীবাজারের কনকপুর ইউনিয়নের ইউনাইটেড ক্লাব আয়োজিত আমন্ত্রণমূলক “ক্লাব কাপ ফুটবল টুর্নামন্টে-২০১৯”। উদ্বোধনী ম্যাচের খেলায় অংশ নেয় ভৈরববাজার ফুটবল একাডেমী ও ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমী।
শুক্রবার দুর্লবপুর মাঠে টুর্মামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, শাহবন্দর যুব সংস্থা শাযুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, শাযুস জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হক, কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, আবুল কাসেম বাবু, শাযুস সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলী, মমসাদ আহমদ সুমিত প্রমুখ।
উদ্বোধনী ম্যাচ টানটান উত্তেজনা পূর্ণ খেলায় উপভোগ করেন দর্শকরা। খেলায় ঢাকা দক্ষিণ দল ৩টি গোল করে জয়ী হয়। এবং ভৈরববাজার দল ১টি গোল করে পরাজিত হয়। খেলার আকর্ষণ ছিল ঢাকা দক্ষিণ দলের নাইজেরিয়া থেকে আগত বিদেশী খেলোয়াড়।
মাঠে গড়ালো ‘ইউনাইটেড ক্লাব কাপ’ ফুটবল টুর্নামেন্ট
