স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগে বিদ্যালয়ে প্রশিক্ষণরত ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার দুপুরে ঘন্টাব্যাপি বিদ্যালয়ে বিক্ষোভ করে নানা স্লোগান দেয়। পরে অন্যান্য শিক্ষকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিম ও সিনিয়র ক্র্যাস্ট ইন্সট্রাক্টর (অটো) মোঃ নজরুল ইসলাম কর্মস্থলে যোগদানের পর থেকেই নিয়মবহির্ভূত কর্মকান্ড ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। চলতি বছরের জানুয়ারী থেকে এসইআইপি এর অর্থায়নে চার মাস ব্যাপি পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। প্রশিক্ষণকালিন সময়ে শিক্ষার্থীদের জন্য দৈনিক ১’শ টাকা ভাতারও ব্যবস্থা করে এসইআইপি। কিন্তু কোনো সুবিধাই দেয়া হচ্ছেনা প্রশিক্ষণার্থীদের। বরং চলমান তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ফরম বাবত ২’শ, জামানত বাবত ২ হাজার ৫শ’ ও লাইসেন্স বাবত ৩ হাজার টাকা আদায়ের পায়তারা করে কর্তৃপক্ষ। পরে প্রশিক্ষণার্থীদের আন্দোলনের মুখে পিছু হাটে কর্তৃপক্ষ।
এবিষয়ে সিনিয়র ক্র্যাস্ট ইন্সট্রাক্টর (অটো) মোঃ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন।
অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিম বলেন, পরিকল্পিতভাবে আমাকে হয়রানি করার জন্য এটা করানো হয়েছে। ওই দিন আমি ছুটিতে থাকার কারনে আন্দোলনকারীদে চিহ্নিত করতে পারিনি।
Post Views:
0