কলেজ প্রতিনিধি: কাল রাত সৈয়দ শাহ মোস্তফা কলেজ রোডের ইসলাম নিবাস বাসা ও এর পাশের বাসার কয়েক ফ্ল্যাট থেকে কয়েকটি মোবাইল ফোন,পাওয়ার ব্যাংক ও টাকা চুরি হয়। রাত ১টা থেকে সকাল ৫ টার মধ্যে ঘটনাটি ঘটে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে ফজরের নামাজের সময় উঠে ঘরের লোকজন দেখেন জানালাগুলো ও দরজা খোলা। এত সকালে বাসার দরজা ও জানালা খোলা দেখে সবাই হতভম্ব হয়ে যান। এই বাসার ঠিক পিছনের বাসার দুই তালার ভায়াটিয়া জানান সকালে উঠে তারাও বাসার জানালা খোলা পেয়েছেন। অবশ্য তাদের বাসার কোন জিনিস চুরি হয়নি। এমতাবস্থায় সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। দরজা জানালা ভালো করে বন্ধ করে ঘুমালে এসব বিপদজনক অনেক ঘটনা থেকে রক্ষা পাওয়া যেতে পারে বলে আশা রাখা যায় ।
সৈয়দ শাহ মোস্তফা কলেজ রোডে কয়েকটি বাসায় চুরি
