স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ও তার আশে পাশের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স । অভিযানকালে রাজনগর-সিলেট আঞ্চলিক মহাসড়কে অবস্থিত মাতৃভান্ডারকে ৪ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত সেবা ফার্মেসীকে ২৫ হাজার টাকাসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
মৌলভীবাজারে ভোক্তা অধিকারের জরিমানা
