স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার আইডিয়াল হাইস্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী শেখ রায়হান আহমদ (১৪) হত্যা মামলায় একমাত্র আসামী জায়েদ আহমদ (২৬) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার সন্ধায় মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহের এ রায় দেন।
জানা যায়, রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের সৌদি প্রবাসী শেখ সেলিউর রহমানের ছেলে রায়হানকে ওয়াজ মাহফিলে যাবার কথা বলে স্মার্ট ফোনের লোভে আসামী জায়েদ উপজেলার সারমপুর গ্রামের ফসলি জমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে আসামীর স্বীকারোক্তি মোতাবেক রায়হানের লাশ উদ্ধার করে পুলিশ। বাদী পক্ষের আইনজীবি আজাদুর রহমান বলেন, আসামী তার দোষ স্বীকার করায় এবং বয়স বিবেচনায় মাননীয় আদালত তার যাবজ্জীবন কারাদন্ড এবং সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারী রায়হানের দামী মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার লোভে আসামী জায়েদ আহমদ রায়হানকে হত্যা করে।
Post Views:
0