ষ্টাফ রিপোর্টারঃ
ধর্মীও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় সার্বজনীন জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ এর আয়োজনে শ্রী শ্রী কালিবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এডভোকেট পীযুষ কান্তি সেন শোভাযাত্রাটির উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনাস্থ শ্রী শ্রী কালিবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মের একাধিক সংগঠন অংশ নেয়।