কাতার প্রতিনিধিঃ
কাতারস্থ ভুকশিমইল ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে “সমাজ কল্যাণ পরিষদ” নামে নতুন একটি সংগঠন করার লক্ষ্যে ন্যাশনাল মিরসরাই হোটেলে গত ১৫ আগষ্ট এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কাতার প্রবাসী ভুকশিমইলের অনেক লোক উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়জুল করিম, শফিকুল ইসলাম তালুকদার, কয়েছ আহমদ, খোকন আহমদ, সালাউদ্দিন আহমদ, নজরুল ইসলাম, সুবেল আহমদ, লুকমান সিদ্দিকী ও নুরুল ইসলাম প্রমুখ।
উদ্যোগতাদের সাথে কথা বলে জানা যায়, প্রবাসে থেকে এলাকার উন্নয়নে কাজ করার মন মানুষিকতা থেকেই এই উদ্যোগ নেয় হয়েছে। প্রবাসে যাতে একে অন্যের বিপদ এবং সংকটপূর্ণ সময়ে পাশে দাড়াতে পারেন এমন চিন্তা থেকেই এই মহতি উদ্যোগ নিয়েছেন তারা। এর অন্যতম উদ্যোগতা সমাজকর্মী শফিকুল ইসলমা তালুকদার। তিনি বলেন, আগামী ২২ আগষ্ট তাদের আরেকটি সাধারণ সভা হওয়ার কথা রয়েছে।
কাতারে ভুকশিমইলবাসীর মতবিনিময় সভা
