ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে মানবতা প্রেমীর উদ্যোগে শুক্রবার সকালে মৌলভীবাজার পৌরসভার সম্মুখে ফ্রি চুল কাটা উৎসবের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার অর্ধশতাধিক লোকের ফ্রি চুল কেটে দেয়া হয়। চুল কাটা শেষে নক কাটা ও গোসলেরও ব্যবস্থা করেন আয়োজকরা। স্থানীয়রা আনন্দের সাথে এই উৎসবে অংশ গ্রহণ করেন এবং আয়োজকদের প্রশংসা করেন। এই উৎসবের মাধ্যমে অনেক লোক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, গ্রুপ ক্রিয়েটার জুবায়ের আলী আহমদ, সত্রজিত আচার্জ, মোক্তাদির হোসাইন, রনি আহমদ, মিতা ভূঁইয়া, সায়েখ আহমদ, ছামিয়া আহমদ ও মামুন আহমদ প্রমুখ।
ক্যাপশনঃ মৌলভীবাজারে পথ শিশুদের মধ্যে ফ্রি চুলকাটা উৎসের উদ্বোধন।
Post Views:
0