স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইপিআই ভবনের সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডা. শাহ শাহাজান কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা দে, ২৫০ শয্যা হাসপাতালের তত্ববধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো ও ডাঃ বিনেন্দ্র ভৌমিক প্রমুখ।
মৌলভীবাজারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
