স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার আদর মাদকাসক্ত ও পূণর্বাসন কেন্দ্রে বুধবার রাতে চিকিৎসারত রিকভারীদের নিয়ে সচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সেন্টারের পরিচালক মোঃ ওয়াহিদুর রহমান জিয়া’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক নিখিল তালুকদারের পরিচালনায় এসময় বক্ত্য রাখেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল মজিদ, সমাজ সেবক ডা. জিল্লুর রহমান ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।
এসময় অভিমত ব্যক্ত করেন, রিকভারী সদস্য সজীব সেন গুপ্ত ও সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ তালুকদার প্রমুখ। কর্মশালায় ৭০ জন রিকোভারী অংশ গ্রহণ করেন। এখান থেকে প্রতি মাসে মাদকাসক্ত যুবকরা সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।
মৌলভীবাজারে মাদকাসক্তদের মধ্যে সচেতনতামূলক কর্মশালা
