স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রীয় বাজেটে প্রতি বছর লক্ষ কোটি টাকার প্রবৃদ্ধি ঘটলেও দুর্নীতির কারণে বরাদ্দকৃত অর্থের সদ্ব্যবহার হচ্ছেনা। তাই যাবতীয় উন্নয়ন প্রচেষ্ঠাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছেনা। দু’দকের মহা-পরিচালক মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা মিলনায়তনে গণ শুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরের কথা গুলো বলেন।
গণশুনানী অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার অনিয়ম তুলে ধরেন বিভিন্ন অভিযোগকারী। গত ২০০৮ সনে মৌলভীবাজার থেকে দুর্নীতি দমন ব্যুরোর অফিস উঠিয়ে নিয়ে হবিগঞ্জের সাথে সমন্বয় করার পর জেলাতে দুর্নীতি বেড়েছে উল্লেখ করে বলা হয়, এখানকার বিআরটিএ, পাসপোর্ট অফিস, প্রতিটি উপজেলার পিআইও অফিস এবং অন্যান্য সংস্থা থেকে মাসোহারা ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনে টাকা পাঠানো হয় বলে জনশ্রুতি আছে। যার ফলে মৌলভীবাজারের ব্যাপারে দু’দকের মামলা দায়েরের পরিমাণ নিতান্তই নগণ্য। এমতাবস্থায় মৌলভীবাজারে দু’দকের অফিস স্থানান্তর একান্ত প্রয়োজন।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে উক্ত গণশুনানী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা সদর ইউএনও মোঃ মনিরুজ্জামান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল কাদির মাহমুদ প্রমুখ।
মৌলভীবাজারে দূর্নীতি দমন কমিশনের গণশুনানী
